Header Ads

Breaking News
recent

সম্পাদকীয় কলাম

 খবরের ভেতরকার খবর >>>খাদিজা,মিন্নিরা যদি কোন ছেলের জীবন নিয়ে না খেলে,কোন ছেলেকে বিপথগামী না করে তাহলেইতো হচ্ছে।যতদিন পর্যন্ত মিন্নি,খাদিজারা ঠিক হবেনা ততদিন এরকম বিপথগামী নয়ন,রিফাত বদরুলরা তৈরী হবে আর এই বিপদগামী দ্বারা ক্ষতির সম্মুখীনও হবে তারা আর তাদের দোষ ঢাকার জন্য এগিয়ে আসা নির্দোষ ব্যক্তিরা।

মিন্নি,খাদিজাদের দোষ না ঢেকে তার জবাবদিহি করুন দেখবেন অনেক সমস্যাই কমে যাবে তাহলে আর তৈরী হবেনা বদরুল বা নয়নদের।আর হ্যা বদরুল বা আজকের নয়ন রিফাতরা যেটা করেছে তা জঘন্যতম কাজ তাদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক,তবে তার আগে তাদের সাথে প্রতারণা করে তাদেরকে মানুষ থেকে মানসিক রুগী বানানোর কারিগর মিন্নি,খাদিজাদেরও শাস্তি হোক দেখবেন তাহলে আর কাউকে প্রাণ দিতে হবেনা।
#আমার কথাগুলো অনেকেরই চুলকানির কারণ হতে পারে,কিন্তু অপ্রিয় সত্য এটাই। #আর একটা কথা কেউ যদি এই হত্যার সাথে বা খাদিজার উপর হামলার সাথে নুসরাত হত্যা বা তনু হত্যাকে এক করে দেখেন তাহলে ভুল করবেন।কেননা তনু আর নুসরাত সম্পূর্ণ নির্দোষ ছিল। এই হত্যার সঠিক বিচার হবে কিনা আমি জানিনা,না হওয়ার সম্ভাবনাই বেশী,তবে আমি বিচারহীনতা দেখতে দেখতে ক্লান্ত তাই আমি বিচার চাইনা।
তবে বিচার না চেয়ে এই হত্যা গুলো কেন হচ্ছে মূল জায়গাটা খুঁজে বের করলেইতো এসব হত্যা বন্ধ হয়ে যায়।এসব বন্ধ করতে হলে ঘটনার মূলে যেতে হবে আমি শুধু এটাই বলতে চাইতেছি,হত্যাকে সাপোর্ট করছিনা...খুনিদের সর্বোচ্চ শাস্তি চাই।







No comments:

Powered by Blogger.